Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

চাঁদে প্রথম মূত্রত্যাগ করেছিলেন মহাকাশচারী অলড্রিন

সময়টা ছিল ১৯৬৯ সালের ২০ জুলাই। মানব সভ্যতার ইতিহাসে সেদিন প্রথম চন্দ্র বিজয় করেছিল অ্যাপোলো ১১ নামে মার্কিন নভোযান। নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন নভোচারী বাজ অলড্রিন। মিশন কম্যান্ডার ছিলেন নীল আর্মস্ট্রং এবং অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। তবে অনেকেই জানেন না, একটি বিষয়ে বিশ্বের প্রথম মানুষ ছিলেন অলড্রিন। তিনিই চাঁদে প্রথম মূত্রত্যাগ করেছিলেন!

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে বহু বছর পর ‘চাঁদে প্রস্রাবের’ ঘটনাটি স্বীকার করেছেন অলড্রিন। ওই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অলড্রিন বলেন, একা ছিলাম। প্রয়োজন ছিল। তাই বাধ্য হয়েই…।

অলড্রিন জানান, মহাকাশচারীদের স্যুটের সঙ্গেই একটি থলি-আকারের বস্তু (UCD বা ইউরিন কালেকশন ডিভাইস) লাগানো থাকে। চাঁদের মাটিতে পরীক্ষার সময় প্রয়োজন অনুভব করেন অলড্রিন। তিনি জানতেন স্যুটে লাগানো থলি খালি। তাঁর কথায়, UCD থেকে যে লিক হবে না, সেটা নিশ্চিত ছিলাম। তাই করে দিয়েছিলাম। চাঁদে প্রথম অভিজ্ঞতার গর্বের স্বপ্ন সব মহাকাশচারীরই থাকে। অলড্রিনের মতে, আমারটাও প্রথম।

প্রসঙ্গত, গত জুলাইয়ে অ্যাপোলো ১১-এর চন্দ্র অভিযানের ৫০ বছর পূর্তি পালন করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। প্রয়াত আর্মস্ট্রংয়ের অবর্তমানে উপস্থিত ছিলেন বাজ অলড্রিন এবং মহাকাশযানের পাইলট মাইকেল কলিন্স।