‘আমার ছেলেকেও জ্যান্ত পুড়িয়ে মারা হোক’, দাবি ধর্ষকের মায়ের
হায়দরাবাদ: দিল্লির নির্ভয়া কাণ্ডের পর হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। তরুণী পশু চিকিৎসকের নারকীয় নির্যাতনের প্রতিবাদে ঝড় উঠেছে দেশজুড়ে। দোষীদের চরম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সকলে। নির্যাতিতা পশু চিকিত্সকের অসহায় মা ধর্ষকদের পুড়িয়ে মারার দাবি জানিয়েছেন। একই আর্জি জানিয়েছেন চার অভিযুক্তের মধ্যে একজনের মা (অভিযুক্ত চেন্নাকেশাভুলুর মা)। নৃশংস ভাবে তরুণী পশু চিকিৎসককে ধর্ষণের পর খুনের অপরাধে তিনি তার নিজের ছেলেকেই জ্যান্ত পুড়িয়ে মারার আর্জি জানিয়েছেন।
নারকীয় এই ঘটনায় ক্ষোভে লজ্জায় বেদনায় ফুসছে গোটা দেশ। অনেকেই চাইছেন, অভিযুক্তদের জনসমক্ষে ফাঁসি দেওয়া হোক। দরকার নেই কোনও বিচারের। এদিকে, তেলেঙ্গানার ডিসট্রিক্ট বার অ্য়াসোসিয়েশন রবিবার সিদ্ধান্ত নিয়েছে, কোনও আইনজীবী অভিযুক্তদের হয়ে আইনি লড়াই লড়বেন না।
Mother of Chinnakeshavulu, one of the accused in #PriyankaReddy case says he should be hanged. “If my son is wrong, burn him the same way she was burnt. Isn’t the victim also daughter of a mother? I am suffering today, I can imagine what the girl’s mother is going through. pic.twitter.com/wnP2V0asqy
— Paul Oommen (@Paul_Oommen) November 30, 2019
চার অভিযুক্তের মধ্যে একজনের মায়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ওই অভিযুক্তের মা আর্জি জানিয়েছেন, মেয়েটিকে যেভাবে পুড়িয়ে মেরেছে ঠিক সেভাবেই আমার ছেলেকেও জ্যান্ত পুড়িয়ে মারা হোক। একইসঙ্গে তিনি নিহত পশু চিকিৎসকের মায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বুধবার পরিকল্পিতভাবে পশু চিকিত্সককে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। শুক্রবারই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহম্মদ আরিফ, জোল্লু শিবা, জোল্লু নবীন ও চেন্নাকেশাভুলুকে। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাদের।