মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের বেতনের টাকায় শৌচাগার নির্মাণ করলেন শিক্ষক
বুলন্দশহর: ২০১৪ সালের ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে ২০১৪ সাল থেকে এখন অবধি দেশে সাড়ে ৮ কোটিরও বেশি টয়লেট নির্মাণ করা হয়েছে, যার ফলে খোলা জায়গায় মলত্যাগ করা মানুষের সংখ্যা ৫৫ কোটি থেকে আজ নেমে এসেছে ১০ লাখেরও নিচে।
এবার মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে নিজের বেতনের অর্থ দিয়ে ছাত্রীদের জন্য পাঁচটি শৌচাগার তৈরি করে দিলেন উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার একটি কলেজের এক শিক্ষক।
জানা গেছে, খানপুর ব্লকের জনতা শিক্ষাসদন ইন্টার কলেজের প্রায় ৪০০ জন ছাত্রীর জন্য এতদিন একটিমাত্র শৌচাগার ছিল। ফলে ছাত্রীদের রোজই সমস্যায় পড়তে হত। এই সমস্যা দূর করতেই প্রায় ৮০ হাজার টাকা খরচ করে পাঁচটি শৌচাগার তৈরি করে দিয়েছেন সুনীল কুমার দীক্ষিত নামে ওই শিক্ষক।
সুনীল কুমার দীক্ষিত জানিয়েছেন, আমাদের কলেজ এতদিন একটিমাত্র শৌচাগার থাকায় রোজ ছাত্রীদের সমস্যায় পড়তে হত। তাঁদের সমস্যা দেখে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনে আমার মনে হয় ছাত্রীদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া উচিত। সেই কারণেই আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিই।