Friday, April 19, 2024
দেশ

বাড়িতে শৌচাগার না থাকলে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ !

জয়পুর: বাড়িতে শৌচাগার না থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, এমনই সতর্ক বাণী দিলেন রাজস্থানের ভীলওয়াড়া জেলার গাঙ্গিথালা গ্রামের আধিকারিকরা। সচেতনতা বিস্তারে প্রচার অভিযানে কাজ না দেওয়ায় এই সতর্ক বাণী প্রশাসনের।

এই সতর্ক বাণী দিলেন স্বয়ং সাব ডিভিশনাল ম্যাজিসেট্রট কার্তার সিং। তিনি এই সতর্ক বাণীর কারণ হিসেবে জানিয়েছেন যে, ভীলওয়াড়া গ্রামের ১৯% বাসিন্দার বাড়িতে শৌচকর্মের জন্য শৌচাগার রয়েছে। বাকিদের অনেক বুঝিয়ে কিংবা জরিমানা করেও কোনো ভাবেই রাজি করানো সম্ভব হয়নি। তাই এই কড়া নির্দেশ দিয়েছেন এই আধিকারিক।

তিনি আরও জানান, যদি ১৫ দিনের মধ্যে শৌচাগার তৈরী করে ব্যবহার করা না হয় তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। শুধু বিদ্যুৎ নয়, রেশনও বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছেন।

তবে এই নোটিশ জারির পর ওপরমহলের হস্তক্ষেপে তা বাতিল করা হয়।