Wednesday, October 9, 2024
দেশ

স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হল ১৩৭ শতাংশ

নয়াদিল্লি: এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ জোর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। গতবারের তুলনায় এবারের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৩৭ শতাংশ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রকে মজবুত করে তুলতে ৬৪,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মূলত তিনটি ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। আগামী ৬ বছর ধরে নয়া কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত যোজনা চালু করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের পাশাপাশি এই যোজনা চলবে।

১৭ হাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ১১ হাজার আর্বান স্বাস্থ্যকেন্দ্র পুনরুজ্জীবিত করা হবে। দেশের সব জেলায় পরীক্ষাগার তৈরি করা হবে। স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ১৩৭ শতাংশ। সীতারমণ বাজেট ঘোষণা করতে গিয়ে বলেন, বাজেট এমন ভাবে প্রস্তুত করা হয়েছে যাতে ঘুরে দাঁড়ানো সহজ হয়। আত্মনির্ভরতার লক্ষ্যেই এই বাজেট।

নির্মলা সীতারমণ বলেন, ৬৪,১৮০ কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হল। এর ফলে গ্রামের ১৭ হাজার এবং ১১ হাজার আর্বান স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে। উপকৃত হবে দেশের ৬০২টি জেলার মানুষ।