Saturday, June 21, 2025
Latestদেশ

নাগরিকত্ব আইনে সমর্থন, দলীয় বিধায়ককে সাসপেন্ড করলেন মায়াবতী

ভোপাল: সংশোধিত নাগরিকত্ব আইনে সমর্থন করেছিলেন বিএসপি বিধায়ক রমাবাই পারিহার, তাই তাঁর বিরুদ্ধে ‘শৃঙ্খলাভঙ্গ’-এর অভিযোগ তুলে তাঁকে সাসপেন্ড করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। টুইট করে রবিবার মায়াবতী জানান, শৃঙ্খলাভঙ্গ করলেই দলের সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মধ্যপ্রদেশের পাথেরিয়ার বিএসপি বিধায়ক রমাবাই পারিহার সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। অনুষ্ঠানে সংশোধিত নাগরিকত্ব বিল অনায়াসেই সংসদে পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও প্রহ্লাদ প্যাটেলকে অভিনন্দন জানান রমাবাই পারিহার।


রমাবাই পারিহার জানান, তিনি এবং তাঁর পরিবার, নয়া এই আইনকে সমর্থন করেন। এতেই চটেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। রবিবার সকালে টুইটে মায়াবতী জানান, বিএসপি শৃঙ্খলাপরায়ণ দল। সেই দলে শৃঙ্খলাভঙ্গ হলেই সাংসদ কিংবা বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রমাবাই পারিহারকে বিএসপি থেকে সাসপেন্ড করা হল। এখন থেকে দলের সব বৈঠক এবং অনুষ্ঠানে, তাঁর উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।

মায়াবতী টুইট লিখেছেন, প্রথমদিন থেকেই বিএসপি বলে আসছে সংশোধিত নাগরিকত্ব আইন বিভেদমূলক এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। আমাদের দল সংসদে এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে। এমনকি, আমরা রাষ্ট্রপতিকে অবিলম্বে এই বিল খারিজ করতে অনুরোধ করেছি। এতকিছুর পরেও রমাবাই পারিহার দলের ঘোষিত নীতির বিপক্ষে গেছেন।