ভারতীয় কৃষকের জমি দখল করে রেখেছিল বাংলাদেশিরা, সাড়ে তিন বিঘা জমি উদ্ধার করে দিল BSF
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তাঁর ছেলে আনন্দ সরকারের দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটল। ২০১৫ সালে তাঁদের সাড়ে তিন বিঘা জমি বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধানপাড়ার বাসিন্দারা দখল করে নিয়েছিল। দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ চললেও, অবশেষে বিএসএফ ও বিজিবির যৌথ উদ্যোগে জমিটি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
২০১৫ সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে নিরঞ্জন সরকারের বসতভিটা ও চাষের জমি কাঁটাতারের ওপারে পড়ে। জমি কাঁটাতারের ওপারে চলে যাওয়ায় পরিবারটি বাধ্য হয়ে ওই এলাকা ছেড়ে নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েতের নতুন বন্দর এলাকায় আশ্রয় নেয়।
BSF এর কাছে অভিযোগ
চলতি বছর নিরঞ্জন সরকার বিএসএফের ৩৯ ব্যাটেলিয়ানে অভিযোগ জানান যে, বাংলাদেশিরা অবৈধভাবে তাঁদের জমি দখল করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন বিএসএফের ৯৩ ব্যাটেলিয়ানের কমান্ডার।
বিজিবির সহযোগিতা
বিএসএফ ও বিজিবি নিজেদের সীমান্ত বাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করে সমস্যার সমাধান খুঁজতে উদ্যোগী হয়। স্থানীয় সীমান্ত পোস্টের সাহায্যে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় জমিটি ফেরত আনা সম্ভব হয়। জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় এই সাফল্যের প্রশংসা করে জানান, “বিএসএফ দেশের জমিকে রক্ষা করতে বদ্ধপরিকর। বিজিবি-র সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।”
কৃষকদের স্বস্তি
জমি ফিরে পেয়ে নিরঞ্জন সরকারের পরিবারে এখন স্বস্তির নিঃশ্বাস। আনন্দ সরকার বলেন, “বিএসএফের সাহায্য ছাড়া আমরা জমি ফিরে পেতাম না। তাঁদের উদ্যোগে আমরা আমাদের জমি ফিরে পেয়েছি।”