Monday, June 16, 2025
Latestদেশ

বিএসএফ জওয়ানের মৃত্যুতে এফআইআর দায়ের বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে

মুর্শিদাবাদ: গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের আন্তর্জাতিক সীমানায় পতাকা বৈঠকের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেনার একে-47 রাইফেল থেকে ছোড়া গুলিতে বিএসএফ জওয়ান বিজয় ভান সিংয়ের (৫১) মৃত্যুর ঘটনায় বিজিবির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনায় রাজবীর যাদব নামের আরেক বিএসএফ জওয়ান আহত হন। মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, হ্যাঁ, আমরা বিএসএফের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে।

বিএসএফের কর্মকর্তারাও বিজিবির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বিষয়ে বিজিবির দাবি মিথ্যা উল্লেখ করে জানান, ভারতের পক্ষ থেকে একটি গুলিও ছোড়া হয়নি। অন্যদিকে, বিজিবির দাবি, টহল দলটি আত্মরক্ষার জন্য গুলি ছোড়া হয়।

বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ পদ্মার চরে ভারতীয় মৎস্যজীবীদের সমস্যা সংক্রান্ত বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা করতে যান বিএসএফ জওয়ানরা। ফ্ল্যাগ মিটিং চলাকালীন বিজিবির গুলিতে বিএসএফ জওয়ান বিজয়ভান সিংহের মৃত্যু হয়। অপর এক জওয়ান রাজবীর যাদব জখম হন।