Monday, March 24, 2025
Latestদেশ

৩৭০ ধারা বাতিল করায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন সঙ্ঘ প্রধান

নাগপুর: জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র প্রধান মোহন ভাগবত। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করাকে মোহন ভাগবত মোদী সরকারের ‘সাহসী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার সকালে নাগপুরে বিজয়া দশমী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, বিপুল ভোটে নতুন সরকারকে পুনরায় নির্বাচিত করার মাধ্যমে, জনগণ তাঁদের পূর্ববর্তী সমস্ত কাজকে সম্মতি জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য বহু প্রত্যাশা ব্যক্ত করেছে। জনগণের প্রত্যাশাকে উপলব্ধি করে, জনগণের ভাবনাকে সম্মান জানিয়ে, দেশের স্বার্থে জনগণের ইচ্ছাকে পূর্ণ করার সাহস পুনরায় নির্বাচিত হওয়া সরকারের রয়েছে।

মোহন ভাগবত বলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার মাধ্যমে তা প্রমাণিতও হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ ক্ষমতাসীন দল এবং অন্যান্য দল যারা জনগণের চেতনাকে সংসদে সমর্থন করেছেন, তাঁদেরকে অভিনন্দন জানাই। এই পদক্ষেপ তখনই পূর্ণতা অর্জন করবে, যখন ৩৭০ ধারার প্রভাবে না হওয়া কাজও সম্পন্ন হবে।