বিশ্ব মানচিত্রে যোগ হচ্ছে আরেকটি নতুন স্বাধীন দেশ
বিশ্বের মানচিত্রে ‘বুগেনভিলে’ যোগ হতে যাচ্ছে আরেকটি নতুন স্বাধীন দেশ হিসেবে। শ্রীঘ্রই স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেতে চলেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র বুগেনভিলে। ২৩ নভেম্বর স্বাধীনতার প্রশ্নে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পক্ষে ভোট পড়লে এটি হবে বিশ্বের ১৯৬তম স্বাধীন দেশ। পৃথিবীর বুকে আত্মপ্রকাশ ঘটবে নতুন আরেকটি স্বাধীন রাষ্ট্রের।
দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। ডিসেম্বরের শেষদিকে জানা যাবে ফলাফল। বুগেনভিলের জনসংখ্যা ২ লাখ ৭ হাজার। ফরাসি এক অনুসন্ধানকারী ১৮ শতকে এই দ্বীপপুঞ্জটির খোঁজ পান। ১৯ শতকের শেষদিকে এটি জার্মান উপনিবেশে পরিণত হয়। নাম দেওয়া হয় জার্মা নিউগিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় তামা ও সোনার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দ্বীপপুঞ্জ বুগেনভিলের দখল নেয় অস্ট্রেলিয়া।
পর্যবেক্ষকদের ধারণা, তিন-চতুর্থাংশ ভোটই স্বাধীনতার পক্ষে পড়বে। বুগেনভিলের গণভোটের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও চিন। সোলোমন দ্বীপপুঞ্জ ও কিরিবাতির পাশাপাশি প্রাকৃতিক সম্পদে ভরপুর বুগেনভিলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে মনোযোগী চিন সরকার। একইভাবে যুক্তরাষ্ট্রও চেষ্টা করছে বুগেনভিলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে।