Tuesday, June 24, 2025
দেশ

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা মেটাবে ভারত-চিন: বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিন যে দ্বন্দ্ব চলছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মেটাতে চায় ভারত ও চিন। এক বিবৃতিতে এমনটাই জানাল বিদেশমন্ত্রক। লাদাখে সীমান্ত উত্তেজনা শনিবার দু’পক্ষের সেনা আধিকারিক স্তরের বৈঠকে হয়। লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা প্রশমনে দুই দেশই শান্তিপূর্ণ পথ বেছে নিতে বদ্ধপরিকর৷ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চায় দুই দেশই৷

বিদেশমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি এবং সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে ভারত ও চিন৷ কোনও রকম অশান্তি চাইছে না কোনও দেশই৷ সম্পর্ক উন্নয়নে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দু’দেশের প্রধানদের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী দু’দেশই শান্তিপূর্ণ ভাবে সীমান্ত সমস্যা মেটাতে চায়।

শনিবারের সেনা পর্যায়ের বৈঠক সদর্থক হয়েছে বলে খবর। এ বছরই ভারত-চিন কূটনীতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হচ্ছে। বিষয়টি উল্লেখ করে বিদেশমন্ত্রক জানিয়েছে, যত দ্রুত সমস্যা মিটবে, তত তাড়াতাড়ি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে। এমনটাই আশা করছৈ উভয় পক্ষই।

ভারত-চিন কূটনীতিক সম্পর্ক ৭০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে দু’দেশের সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করা হচ্ছে৷ সেইসাথে সামরিক ও কূটনৈতিক কাজে যোগ দিচ্ছে দু’দেশ৷ তাই সীমান্ত সমস্যা শ্রীঘ্রই মিটিয়ে ফেলতে চাইছে ভারত-চিন৷ দু’দেশই নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে চাইছে৷