দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে IED বিস্ফোরণ
নয়াদিল্লি: ফের দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটল। শুক্রবার সন্ধ্যা ৫ টা ৫ মিনিটে দিল্লির আব্দুল কালাম রোডে অবস্থিত ইজরায়েল দূতাবাস (Israel Embassy in Delhi) সামনে IED বিস্ফোরণ ঘটে। দূতাবাসের সামনে রাখা ৩টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দূতাবাসের কর্মীরা নিরাপদেই আছেন। এই ঘটনায় রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
বিস্ফোরণস্থলের আশপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকা। এই ঘটনায় দেশের সমস্ত বিমানবন্দর ও সরকারি ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এদিকে, এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে দাবি করেছে ইজরায়েল সরকার। পুলিশের ধারণা, এই বিস্ফোরণে আইডি ব্যবহার করা হয়েছে। দূতাবাস থেকে প্রায় ৪০-৫০ মিটার দূরেই বিস্ফোরণ ঘটনো হয়। ফুটপাতের কাছেই ফুলের টবে লুকিয়ে রাখা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১৫০ মিটার দূরে থাকা একাধিক গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
বিস্ফোরণের সময় ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান চলছিল। তাই উদ্বেগ বেড়েছে। কারণ, বিস্ফোরণস্থল থেকে মাত্র ২-৩ কিলোমিটার দূরে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind)-সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা।


