Friday, June 20, 2025
Latestকলকাতা

পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? যে পুজো করতে অনুমতি লাগবে, প্রশ্ন সায়ন্তন বসুর

হাওড়া: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল ভারতের সংবিধান। প্রতি বছর দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে আড়ম্বরের সঙ্গে দেশজুড়ে পালিত হয়। দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবসে হাওড়ার প্রতিটি থানার সামনে ভারত মাতার পুজোর আয়োজন করেছিল রাজ্য বিজেপি। তবে অভিযোগ, কোথাও পুজোর অনুমতি দেয়নি পুলিশ। উল্টে প্রতিমা আনতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

এরপরেই বিজেপি নেতা সায়ন্তন বসু হাওড়ার বাউড়িয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনে (CAA) এক জনসভায় প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ? সায়ন্তন বসুর প্রশ্ন, ভারত মাতার পুজো করলে পুলিশ ধরবে। অথচ ট্রেনে বাসে যারা আগুন জ্বালাবে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে।

সায়ন্তন বসু বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ আসলে বাংলাদেশি পুলিশ হয়ে গিয়েছে। এখানে ভারত মাতার পুজোয় অনুমতি নিতে হয়। অথচ রাস্তায় আটকে নমাজ পড়তে কিন্তু কোনও অনুমতি লাগে না।

হাওড়ার তৃণমূল নেতা অরুপ রায়কে আক্রমণ করে সায়ন্তন বসু বলেন, ওর লোকই ট্রেন পুড়িয়েছে। দরকার হলে ওর বাড়ি গিয়ে ভারত মাতার পুজো করব। বিজেপির অভিযোগ, যত নিয়ম হিন্দুদের জন্য। অন্যদের তো কোনও নিয়ম মানা লাগে না।