Saturday, June 21, 2025
Latestকলকাতা

কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ ও পুড়িয়ে খুন, কলকাতায় প্রতিবাদ মিছিল বিজেপির

কলকাতা: হায়দরাবাদ কাণ্ডের ছায়া রাজ্যের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। কিশোরীকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় গ্রেফতার প্রেমিক-সহ তিন অভিযুক্ত। নৃশংস এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতায় মিছিল করল বিজেপি। রবীন্দ্রসদন থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত মিছিলের নেতৃত্বে দেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।

বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের অপদার্থতার জন্যই রাজ্যে নারী নির্যাতনের মাত্রা ছাড়িয়েছে। লকেট চট্টোপাধ্যায় বলেন, এই সরকার শুধুমাত্র চিটফান্ড আর কাটমানির জন্যই তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার কোনও বয়সের মহিলারাই নিরাপদ নন।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, পুলিশ কি করছে বোঝা যাচ্ছে না। এলাকার মানুষও ক্ষুব্ধ। তারপরেও পুলিশের কোনও হেলদোল নেই। আমরা সিবিআই তদন্ত দাবি জানাচ্ছি। শনিবার কুমারগঞ্জে যান লকেট চট্টোপাধ্যায়। তিনি ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করার পর ফুলবাড়িতে সভা করেন।

গত সোমবার কালভার্টের নীচ থেকে আধ পোড়া এক কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। গণধর্ষণের পরে গলার নলি কেটে খুন, এরপর প্রমাণ লোপাটের জন্য আগুনে জ্বালিয়ে দেওয়া হয়ে ওই কিশোরীর দেহ। সোমবার রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।