Monday, March 24, 2025
দেশ

এক নজরে দেখে নিন বিজেপির নির্বাচনী ইস্তেহার

নয়াদিল্লি: ১১ এপ্রিল, বৃহস্পতিবার ভোটের মাত্র ৩ দিন আগে আজ, সোমবার ইস্তেহার প্রকাশ করল বিজেপি। জাতীয় নিরাপত্তার সঙ্গে উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে। রামমন্দির নিয়েও আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষ করে সমাজের একেবারে পিছিয়ে পড়ারা ছাড়াও কৃষক, যুবক, মহিলাদের জন্য প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে।

গত পাঁচ বছরে খতিয়ান ধরেই এ বারের ইস্তেহারের ভাবনা তৈরি করা হয়েছে, “কাম করনেওয়ালি সরকার”। নির্বাচনী প্রতিশ্রুতির থেকে এই ইস্তেহারকে ‘সংকল্প পত্র’ বলে দাবি করছে বিজেপি।

এক নজরে দেখে নিন বিজেপির ইস্তেহারে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া হল-

  • জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতে অবৈধ অনুপ্রবেশে বাধা দেওয়া হবে।
  • সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করানো হবে।
  • রামমন্দির ইস্যু তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হবে।
  • ক্রেডিট কার্ডে একলক্ষ টাকা পর্যন্ত লোন ৫ বছর পর্যন্ত সুদ হবে 0 %।
  • সব কৃষকের কাছে কৃষি সম্মাননিধির সুবিধা পৌঁছে দেওয়া হবে।
  • রাষ্ট্রীয় ব্যাপার আয়োগ গঠন করা হবে।
  • ছোট দোকানদারদের জন্যও হবে পেনশনের ব্যবস্থা।
  • জাতীয় সড়ক দ্বিগুণ করা হবে।
  • ২০২০ নাগাদ সব রেললাইনে বৈদ্যুতিকরণ।
  • ২০২২ নাগাদ সব রেললাইন ব্রডগেজ করা হবে।
  • সবক্ষেত্রে মহিলাদের যোগদান শুনিশ্চিত করা হবে।
  • সব পরিবারের জন্যয় পাকা বাড়ি ও গ্যাসের সংযোগ নিশ্চিত করা হবে।
  • পাশ করানো হবে তিন তালাক আইন।
  • গ্রামীণ এলাকার উন্নয়নে ২৫ লাখ কোটি টাকা খরচ করা হবে।
  • নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা হবে। তবে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও অস্তিত্বে আঁচ পড়তে দেবে না।

হোয়াটসঅ্যাপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠান ও বিষেশজ্ঞ-সহ ৬ কোটি মানুষের পরামর্শের ভিত্তিতে আগামী ৫ বছরের জন্য বিজেপি এই ‘সংকল্প পত্র’ তৈরি করেছে বলে জানা গেছে।