মুখ্যমন্ত্রী পদের লোভে ‘কট্টর হিন্দুত্ববাদী’ শিবসেনা ‘সোনিয়াসেনা’য় পরিণত হল
মুম্বাই: বৃহস্পতিবারের সন্ধ্যায় মহারাষ্ট্রের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শিবাজি পার্কে শপথগ্রহণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বিধানসভা ভোটের ফল বের হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারকেই পাখির চোখ করেছিল শিবসেনা। যার জন্য প্রায় তিন দশকের জোটসঙ্গী বিজেপির সঙ্গ ছাড়ালো শিবসেনা।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের শপথ নেওয়ার পর আর চুপ থাকতে পারলেন না বিজেপির রাজ্যসভার সাংসদ জিভিএল নরসিমা রাও। উদ্ধব ঠাকরের শপথ নেওযার পরপরই জিভিএল নরসিমা রাও টুইটারে, উদ্ধব ঠাকরেকে ‘গডসে ভক্ত’ বললেন। ব্যঙ্গ করে উদ্ধবকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উদ্ধব ও শিবসেনার বিধায়করা সুলতানদের কাছে আত্মসমর্পণ করেছে।
শিবসেনার মুখপত্র সামনাকে তৃতীয় সারির কাগজ বলে উল্লেখ করে নরসিমা রাও বলেন, এবার সামনার নাম পাল্টে ‘সোনিয়া নামা’ করা হোক। তাহলেই সুলতানশাহির কাছে শিবসেনার আত্মসমর্পণ সম্পূর্ণ হবে। সোনিয়ারা সামনার অযৌক্তিক সম্পাদকীয় সহ্য করবেন না বলে সতর্কও করেন এই বিজেপি নেতা।
Congratulations to “Godse Bhakt” Uddhav Thackeray on taking over as CM of Maharashtra. You & your MLAs have pledged loyalty to Sultanete. Complete this surrender by renaming Saamna “Sonia Nama”. They won’t tolerate your nonsensical editorials dished out in your third rate paper. pic.twitter.com/hONGj7t7zV
— GVL Narasimha Rao (@GVLNRAO) November 28, 2019
क्या राहुल डरे हुए हैं कि उद्धव ठाकरे को गले लगाना गले से लटकने के बराबर है?शिवसेना सत्ता के लिए आवश्यक है लेकिन कांग्रेस-यूपीए के लिए अछूत। सल्तनत के गुलाम के रूप में स्वीकार्य, साथी के रूप में नहीं।कुमारस्वामी का सम्मान।उद्धव के अपमान।यह बालासाहेब ठाकरे जी का अंतिम अपमान है! pic.twitter.com/iiRHkqsLB3
— GVL Narasimha Rao (@GVLNRAO) November 28, 2019
প্রসঙ্গত, ‘কট্টর হিন্দুত্ববাদী’ বলে সমধিক পরিচিত শিবসেনা। তবে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট বা মহারাষ্ট্র বিকাশ অগধির পরে শিবসেনা এখন ‘ধর্মনিরপেক্ষ’। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী। একটি চিঠিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লেখেন, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ায় তিনি আনন্দিত। আত্মবিশ্বাসের সঙ্গে সোনিয়া বলেন, এটি স্থায়ী, ধর্মনিরপেক্ষ এবং গরিব দরদী সরকার হবে।
শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট নিয়ে এর আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একাধিক আলোচনা হয়। তবে বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রাখা শিবসেনার এহেন পদক্ষেপ সত্যই ভাবনার অতীত ছিল সবার।