করিমপুরে তৃণমূল হারছে, ভয় পেয়েই জয়প্রকাশের উপর হামলা: দিলীপ ঘোষ
করিমপুর: রাজ্যের কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। তিন কেন্দ্রের উপনির্বাচনে ভোট চলছে ৮০১টি কেন্দ্রে। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ করিমপুরের পিপুলখোলা এলাকায় গিয়ে নিগ্রহের শিকার হন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।
জয়প্রকাশকে মাটিতে ফেলে মারধর করা হয়। এমনকি, তাঁকে লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও এবং ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। বিজেপির অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সংবাদমাধ্যমের সামনেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি।
আমি একজন প্রার্থী হয়ে খেলাম লাথি , কিল , চড় , ঘুসি ।
ভোটের দিন তৃণমূল গুন্ডা বাহিনীর এই দৃশ্য আশাকরি প্রমান করে দিলো যে করিমপুর সাধারণ মানুষ কি ভাবে আছেন । @DilipGhoshBJP @subratowb@BJP4Bengal @BJP4India @JPNadda @AmitShah @SuPriyoBabul pic.twitter.com/plEY20ZKSz— Jay Prakash Majumdar (@jay_majumdar) November 25, 2019
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল হারছে। তাই জয়প্রকাশদার উপর এই হামলার ঘটনা ঘটিয়েছে তৃণমূল।
দিলীপ ঘোষ বলেন, এর আগেও এমন ঘটনা একাধিক বার ঘটেছে। কিন্তু তৃণমূল এত নিচে নামবে, প্রার্থীকেও ছাড়বে না, তা ভাবিনি। ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? কেন বাধা দিল না? বাংলায় গণতন্ত্র বলে আর কিছু নেই। মানুষ এই ঘটনা উচিৎ জবাব দেবেন।