Monday, March 17, 2025
রাজ্য​

৬৫ শতাংশ ভোট পেয়ে ফের জিততে পারেন বাবুল সুপ্রিয়, বলছে সমীক্ষা

কলকাতা: এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির ৮টি আসন জেতার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে নিয়েলসনের জনমত সমীক্ষা। যেখানে ২০১৪ লোসকভা নির্বাচনে মধ্যে মাত্র ২টি আসনে জয়লাভ করেছিল গেরুয়া শিবির।

২০১৪ সালের নির্বাচনে বিজেপি দখলে রেখেছিল দার্জিলিং ও আসানসোল আসনটি। ‘দ্য নিয়েলসেন’-এর সমীক্ষা অনুযায়ী, এবারও এই দুই আসন নিজেদের দখলে রাখার সম্ভাবনা প্রবল। এছাড়া আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, বনগাঁ , ব্যারাকপুর বিজেপি জিততে পারে।

সমীক্ষা অনুযায়ী, আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় পেতে পারেন ৬৫ শতাংশ ভোট। রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল ১০ শতাংশ, কংগ্রেস ৫ শতাংশ, বামফ্রন্ট ১৫ শতাংশ এবং অন্যান্যরা ৫ শতাংশ ভোট পেতে পারেন।

‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। যেখানে ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ১৭.৪ শতাংশ ভোট।