Thursday, November 13, 2025
দেশ

মহারাষ্ট্রে ঝটকা খেলো শিবসেনা, কংগ্রেস সরকার! উপনির্বাচনে বিরাট জয় পেল বিজেপি

মুম্বাই: বৃহস্পতিবার বিজেপির প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষাবিদ অমরিশ প্যাটেল নন্দুবরবার বিধান পরিষদের উপনির্বাচনে জয়লাভ করেছেন। বিজেপি প্রার্থী অমরিশ ৪৩৪ টি ভোটের মধ্যে ৩৩২টি ভোট পেয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের প্রার্থী অভিজিৎ প্যাটেল পেয়েছেন মাত্র ৯৮টি ভোট।

শিবসেনা, এনসিপি আর কংগ্রেস মহাজোট করে মহারাষ্ট্রে সরকার গঠন করার পর মহারাষ্ট্রে এই কোনও উপনির্বাচন হল। মহাজোট করে সরকার গঠনের পর বিজেপির শিবসেনার বিরুদ্ধে অভিযোগ, যে তাঁরা নিজেদের আদর্শের সাথে সমঝোতা করে ক্ষমতায় এসেছে। আর আদর্শের সাথে আপোষ করেই উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রী হয়েছেন।

উপনির্বাচনে বিজেপির বিরাট জয়ের পর হাজোটের সরকারের চিন্তা বেড়ে গিয়েছে। মহারাষ্ট্রে সরকারে থাকার পরেও বিজেপির কাছে উপনির্বাচনে হার জোট সরকারের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছে।

উল্লেখ্য, অমরিশ প্যাটেল শিরপুর এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা। শিরপুরে বাস্তবায়িত সেচ প্রকল্পের জন্য তাঁর অবদানের জন্যও পরিচিত। এটি ২০০৪ সালের অক্টোবরে শুরু হয়েছিল। যা ‘শিরপুর প্যাটার্ন’ নামে পরিচিত। – Deccan Herald

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।