Friday, June 20, 2025
Latestরাজ্য​

ফের মেদিনীপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তির তৃণমূলের দিকে

দাঁতন: ফের পশ্চিম মেদিনীপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির অভিযোগ, তাদের সক্রিয় সদস্য বর্ষা হাঁসদাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। যদিও, শাসকদল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ নস্যাত্‍‌ করে দিয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার করা হয়।

রাজনৈতিক মহলের সন্দেহ, রাজনৈতিক বিরোধের জেরেই এই হত্যাকান্ড। পুলিশ জানিয়েছে, মৃত বর্ষা হাঁসদার (৪৪) দেহ পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকার সন্তোষপুরের জঙ্গলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই এলাকায় গত এক বছর ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একে অপরের সঙ্গে যুযুধান।


স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বর্ষা হাঁসদা ছিলেন তাঁদের একজন সক্রিয় সদস্য। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা বিজেপি সভাপতি বলেন, বৃহস্পতিবার সন্তোষপুর এলাকায় বিজেপি কর্মীদের নিয়ে পিকনিক ছিল। পিকনিকের পরে রাতে আর বর্ষা হাঁসদা বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরাই পরিকল্পিত ভাবে খুন করেছে তাঁকে।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, তৃণমূল রাজ্যে সন্ত্রাসবাদের রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। তৃণমূল রাজ্যে সন্ত্রাসবাদের রাজত্ব প্রতিষ্ঠা করে বিজেপি কর্মীদের সন্ত্রস্ত করার চেষ্টা করছে। তৃণমূলের গুন্ডারা সক্রিয় ও জনপ্রিয় বিজেপি কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। মৃত বর্ষা হাঁসদা তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।