উপনির্বাচনে সিকিমে ৩টি আসনের মধ্যে ২টিতে জিতল বিজেপি
গ্যাংটক: ২০১৯ লোকসভা ভোটের সঙ্গে অনুষ্ঠিত হওয়া সিকিমের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন ছিল শূন্য। কিন্তু মাসেই বদলে গেল সেই ছবি। সিকিমের তিনটি আসনের উপনির্বাচনে দুটি আসন দখল করল বিজেপি। অন্য ১টি আসন জিতেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (SKM)। গত ২১ অক্টোবর ভোট অনুষ্ঠিত হয় সিকিমে।
সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টকে (SDF) হারিয়ে মারতাম-রুমটেক আসনটিতে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সোনাম সেরিং ভেনচুংপা। এসডিএফ প্রার্থী নুক সেরিং ভুটিয়াকে ৬০০ ভোটে হারিয়েছেন তিনি। ৮৪% ভোট পেয়ে পোকলক কামরাং আসন থেকে জয়ী হয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী তথা সিকিম ক্রান্তিকারি মোর্চা প্রার্থী পবন কুমার চামলিং। ১০,৫৮৫টি ভোটে পেয়েছেন তিনি। এসডিএফ প্রার্থী মোজেস রাই পেয়েছেন ১৮৫৮টি ভোট।
গ্যাংটক আসনটি ২৪৯২টি ভোট পেয়ে জিতেছেন বিজেপি প্রার্থী ওয়াইটি লেপচা। অন্যদিকে ফের হারলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। বাইচুংয়ের ঝুলিতে পড়ে মাত্র ৫৭৯টি ভোট। শতাংশের বিচারে মাত্র ৯.৪৪ শতাংশ ভোট পান বাইচুং। এর আগেও ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ২০১৪ লোকসভা এবং ২০১৬ বিধানসভা। দু’বারই হেরেছিলেন বাইচুং ভুটিয়া।