Saturday, June 21, 2025
Latestরাজ্য​

তিন কেন্দ্রেই বিপুল ভোটে জিতবে বিজেপি: মুকুল রায়

কলকাতা: লোকসভা ভোটের পর এই প্রথম ভোট হল রাজ্যে। তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাই টানটান উত্তেজনাও ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার প্রহৃত ও নিগৃহীত হন। এই অবস্থায় রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠে বিজেপির দাবি, তিন কেন্দ্রেই জিতবেন তাঁরা।

উপনির্বাচন মিটতেই মুকুল রায় বলেন, জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এই যে ঘটনা ঘটল, সেই এলাকার দায়িত্ব ছিল জেলা পুলিশ সুপার, জেলা শাসক এবং জেলা নির্বাচনী আধিকারিকের। জেলা পুলিশ সুপার নদীয়ার ক্ষেত্রে সম্পূর্নভাবে ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। তাই আমরা দাবি করছি এক্ষুণি জেলাশাসক এবং জেলাপুলিশ সুপারকে বরখাস্ত করা হোক এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, কালিয়াগঞ্জ, খড়গপুরেও বুথ দখলের অভিযোগ আছে। মেদিনীপুরের পুলিশ অফিসাররাও রাস্তায় নেমেছিল। আমরা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করেছি। মুখ্য নির্বাচন আধিকারিককে মেলে অভিযোগ করেছি এবং উপ মুখ্য আধিকারিককে ফোনে সবটা জানিয়েছি। এত কিছু হওয়া সত্ত্বেও আমি দায়িত্ব সহকারে বলছি, তিনটি কেন্দ্রের উপনির্বাচনেই মানুষের জিত হবে, বিপুল ভোটে বিজেপির জিত হবে।

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মারধর করা হয় করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে। ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনারকে চিঠি পাঠান মুকুল রায় এবং শিশির বাজোরিয়া। জানা যাচ্ছে, জয়প্রকাশ মজুমদারকে লাথি মারেন তাঁর  তারিকুল শেখ। এছাড়া অন্যান্যরা হলেন, হাবিবুর রহমান বিশ্বাস, কামালুদ্দিন বিশ্বাস, দিনারুল বিশ্বাস, মাসাদুল আলাম, বঙ্কিম মন্ডল প্রমুখ।