Monday, November 17, 2025
রাজ্য​

ঝাড়গ্রামের ৪টি আসনেই জিতবে বিজেপি:‌ শুভেন্দু অধিকারী

ঝাড়গ্রাম: সোমবার ঝাড়গ্রামে লোধাশুলিতে কর্মী সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবি করেন, ঝাড়গ্রামের চারটি বিধানসভা আসনের সব কটিই জিতবে বিজেপি। সোমবার বেলা ৩ টা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছন তিনি। সেখানে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিধানসভা কত থাকে জঙ্গলমহলে সভা করতে পারেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরেই জঙ্গলমহলের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। মাওবাদী আন্দোললের সময়েও একাধিকবার জঙ্গলমহলের নানা জায়গায় সভা, মিছিল করেছিলেন তিনি। তৃণমুলে থাকাকালীন এই অঞ্চলের সাংগঠনিক দায়িত্বও পালন করেন তিনি।

এছাড়া আদিবাসী সমাজে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পরে এটাই তাঁর প্রথম ঝাড়গ্রাম সফর। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে জয়লাভ করেছে বিজেপি। এখানকার চারটি বিধানসভা আসনের প্রত্যেকটিতে হাফ লাখের বেশি ভোটে জিতবে বিজেপি। আমি এসেছি ভোটে জেতার মার্জিন বাড়ানোর জন্য। জেতার জন্য বিজেপিই যথেষ্ট।

বিজেপিতে যোগ দিয়েই ময়দানে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের সঙ্গে প্রথম সভা করেন বর্ধমানের পূর্বস্থলীতে। এরপর গত ২৪ ডিসেম্বর নিজের গড় কাঁথিতে রোড শো ও সভা করেন। সেই সভায় মানুষের ভিড় দেখে খুশি হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।