ত্রিপুরায় বামেদের তাড়িয়েছি, এবার বাংলা থেকে তৃণমূলকে তাড়াব: মোদী
জলপাইগুড়ি: লোকসভা নির্বাচনের আগে ঠাকুরনগর, দুর্গাপুরের পর ফের এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ময়নাগুড়ির সভা থেকে ফের দিলেন তৃণমূল সরকারকে উৎখাতের ডাক। নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসাকে।
নরেন্দ্র মোদী এদিন বলেন, বাংলায় এমন এক মুখ্যমন্ত্রী যারা গরিবের টাকা লুঠ করেছে তাদের পাশে দাঁড়িয়ে। চিটফান্ডের তদন্তে আপনার এত ভয় কেন? যাদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন? চৌকিদার এদের কাউকেই ছাড়বে না।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, তা সে লুঠেরা হোক বা লুঠেদের বাঁচাচ্ছেন যিনি কাউকে ছাড়া হবে না। যতই ধর্না করুক, পাই পাইয়ের হিসেব নেওয়া হবে। আইনের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মোদী বলেন, দিদির অত্যাচারী শাসন বাঁচবে না….ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়েছি। এখানেও তৃণমূলকে সমূলে উৎখাত করা হবে।
প্রধানমন্ত্রীর অভিযোগ, দিদির জমানায় দাদাগিরি চলছে। দাদাগিরি চালাচ্ছে তৃণমূলের জগাই ও মাধাই চালাচ্ছে। সব প্রকল্পে দালালদের অধিকার। দিদি দিল্লি যাচ্ছেন। আর রাজ্যকে ছেড়ে দিয়েছেন সিন্ডিকেটের লুঠের জন্য।