Sunday, June 22, 2025
Latestদেশ

মহারাষ্ট্রে বিপুল ভোটে জিতে ক্ষমতা ধরে রাখবে বিজেপি, আশাবাদী শীর্ষ নেতারা

মুম্বাই: মহারাষ্ট্রে ২৮৮টি আসনে চলছে বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। ফল ঘোষণা হবে ২৪ তারিখ। মহারাষ্ট্র ভোটে বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে লড়াই করছে কংগ্রেস-এনসিপি জোটে। সোমবার একই সঙ্গে মহারাষ্ট্রের সাতারা লোকসভা আসনে চলছে উপনির্বাচন।

এদিন ভোট দিয়ে বেরিয়ে পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি দাবি করেছেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর ৫ বছরের শাসন ও মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবীশ সরকারের শাসনে রাজ্যবাসী সন্তুষ্ট। বিপুল ভোটে বিজেপি-শিবসেনা জোট ফের ক্ষমতায় ফিরবে।


রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দাবি, ২৮৮টি আসনের মধ্যে বিজেপি-সেনা জোট ২২৫টির মত আসন জিতবে। মানুষ সমর্থন করছে নরেন্দ্র মোদী ও দেবেন্দ্র ফড়ণবীশকে। বিরোধীরা গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে তিনি জানান।

মহারাষ্ট্রে বিজেপি লড়ছে ১৬৪টি আসনে, শিবসেনা লড়ছে ১২৬টিতে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ১৪৭টি আসনে, এনসিপি ১২১টিতে। শিব সেনার যুব শাখা যুব সেনা আদিত্য ঠাকরে লড়ছেন মুম্বাইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে। দক্ষিণ-পশ্চিম নাগপুর থেকে লড়ছেন দেবেন্দ্র ফড়নবিশ।