দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি: অমিত শাহ
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে দারুণ ফল করবে বিজেপি। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। অমিত শাহ বলেন, ২০২১ সালেই বাংলায় বিজেপির সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে গেরুয়া শিববির। বাংলায় বিজেপির ১৮টি লোকসভা আসন। অমিত শাহ বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলা দখল করবে বিজেপি।
অমিত শাহ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে সামনে রেখে বিজেপি বিধানসভা নির্বাচনে যাচ্ছে না। ২০২১ বিধানসভা নির্বাচনের পর প্রধান মুখ কে সেটি ঠিক হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এমন জল্পনাও হচ্ছে, এ রাজ্যে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে নামতে পারে বিজেপি। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, সৌরভ নিজে অবশ্য এখনই রাজনীতিতে যোগদানের সম্ভাবনার কথা নাকচ করেছেন।
অমিত শাহ বলেন, সৌরভের সঙ্গে রাজনীতি নিয়ে তাঁর কোনও কথা হয়নি। প্রসঙ্গত, ২০২১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বাংলায় ক্ষমতায় আসতে বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে বিজেপি। আর সেই কারণেই বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মোদী শিবির।
এদিকে, অমিত শাহের এই লক্ষ্যকে ‘দিবাস্বপ্ন’ বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, বাংলায় সরকার গড়ার ‘দিবাস্বপ্ন’ দেখা বন্ধ করা উচিত অমিত শাহের। সুব্রত মুখোপাধ্যায় বলেন, দিবাস্বপ্ন এবং বড় বড় কথা না বলে, বিজেপি নেতার প্রথম তাঁর নিজের দল এবং ভালো সরকারি পরিষেবার দিকে নজর দেওয়া উচিৎ। মোদী সরকারের ব্যর্থ আর্থিক নীতির জন্য দেশের অর্থনীতিতে বিশৃ্ঙ্খলা চলছে, এবং বিজেপির প্রথম উচিৎ সেদিকেই নজর দেওয়া।