Sunday, March 16, 2025
Latestরাজ্য​

বাংলার মানুষ পরিবর্তন চান, একুশে মোদীর নেতৃত্বে বাংলায় সরকার গড়বে বিজেপি: অমিত শাহ

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গে এলেন অমিত শাহ। মঙ্গলবার বিকাল ৩ টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল বক্তব্য রাখেন তিনি। এদিনই তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অমিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা সংস্কৃতির পীঠস্থান ছিল। কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে সুযোগ দিয়েছেন আপনারা। এবার বিজেপিকে একবার জনগণের সেবা করার সুযোগ দিন। ফের সোনার বাংলা গড়ব। অমিত শাহ বলেন, আগে দুর্গাপুজোর বিসর্জনের জন্য আদালতে যেতে হত। কিন্তু এখন রাজ্যের পরিস্থিতি বদলেছে। ২০১৯ লোকসভা ভোটে বিজেপি ১৮টি আসন পাওয়ার পর আমি পুজোর উদ্বোধনে এসেছি।

একইসঙ্গে অমিত শাহ বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে জিতে মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গড়বে। লোকসভা ভোটে বাংলায় ১৮টি আসনে জিতিয়ে পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছেন, তাঁরা পরিবর্তন চান। অমিত শাহ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ করেছেন মোদী। ৩৭০ ধারা বাতিল করা হয়েছে।

অমিত শাহ বাংলায় রাজনৈতিক হিংসার কথা তুলে ধরে বলেন, লোকসভা ভোটের শুরু থেকে এখনও পর্যন্ত আমাদের কর্মীদের মারা হচ্ছে। সেই কারণে সম্প্রতি জেপি নাড্ডা তর্পণ করে গিয়েছেন। তবে আমি কথা দিচ্ছি, আমাদের কর্মী-সমর্থকদের মৃত্যু বিফলে যাবে না, বাংলায় সরকার আমরা গড়বই।

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান অমিত শাহ। তিনি বলেন, আপনারা আমাদের ১৮ জন সংসদ দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। নাহলে আমরা ৩০০ পার করতে পারতাম না। বাংলাতে বিজেপিই সরকার গড়বে। মমতার নেতৃত্বে বাংলায় সারদা, নারদা, সিন্ডিকেট হয়েছে। বাংলার মানুষ এবার পরিবর্তন চান।