২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বিজেপি: রাম মাধব
আগরতলা: ২০১৪ সালে প্রথম দফায় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত দেশ গড়ার স্লোগান তুলেছিলেন। যদিও পরবর্তী পাঁচ বছরে ভারতকে কংগ্রেস মুক্ত করা অবশ্য সম্ভব হয়নি বিজেপির পক্ষে। তবে কংগ্রেস যে পর পর দু’টি লোকসভা ভোটে হারের পর চরম বিপর্যস্ত সে কথা বলা বাহুল্য।
এই পরিস্থিতিতে শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বিজয়োৎসব অনুষ্ঠানে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব দাবি করলেন, আগামী ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখনও কেন্দ্রের ক্ষমতায় থাকবে বিজেপি। পাশাপাশি রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান তিনি।
রাম মাধব বলেন, ১৯৫০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত টানা ২৭ বছর কেন্দ্রের ক্ষমতায় ছিল কংগ্রেস। বিজেপি এবার সেই রেকর্ড ভেঙে দেবে। কারণ, আগামী ২০৪৭ সাল পর্যন্ত কেন্দ্রের ক্ষমতায় থাকবে গেরুয়া শিবির। প্রথমবারের পর দ্বিতীয়বারও নরেন্দ্র মোদীর নেতৃত্বে শক্তিশালী সরকার তৈরি হয়েছে। এবার এই সরকার সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকবে। বিজেপির এই শাসনাকালে বিশ্বের দরবারে ভারতের অবস্থান এক নতুন রূপ পাবে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদী, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। ২০২২ সালের মধ্যে আমরা নতুন ভারত গড়ব। সেই ভারতে কেউ গৃহহীন থাকবেন না। থাকবে না বেকারত্বের কোনও চিহ্ন। বিজেপির কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, জাতীয়তাবাদ বিজেপির ডিএনএ–তে রয়েছে, এটাই বিজেপির পরিচয়। নির্বাচনের সময়েই হোক বা পরে বিজেপি মানেই জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ মানেই বিজেপি।