কাশ্মীরে হিন্দুদের আধিপত্য কায়েম করতে চায় বিজেপি: ফারুক আবদুল্লা
শ্রীনগর: বিজেপিকে বেনজির আক্রমণ করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। বর্ষীয়ান এই রাজনীতিবিদের দাবি, মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ করার চেষ্টা করছে বিজেপি। এই কারণেই ডিলিমেটশন কমিশনের আলোচনা থেকে জাতীয় কনফারেন্স সরে গিয়েছে বলে জানিয়েছে তিনি।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বলেন, ধর্মীয় কারণেই জম্মু ও কাশ্মীরকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়েছে। এছাড়াও গত মার্চে নয়া সেনসাস অনুযায়ী লোকসভা ও বিধানসভার নয়া ম্যাপ তৈরী করার জন্য কমিশন তৈরী করা হয়েছে। কিন্তু সেই সংক্রান্ত আলোচনা থেকে সরে আসে এনসি।
আবদুল্লা বলেন, বিজেপির অভিসন্ধি হল জম্মু কাশ্মীরকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ করে তোলা। তিনি বলেন, সারা দেশের সঙ্গে ২০২৬ সালে এখানে ডিলিমিটেশন হওয়ার কথা ছিল। তাহলে এত আগে সেটা হচ্ছে কেন? ওমর আবদুল্লা বলেন, ৩৭০ ধারা বাতিল হওয়াকে তারা মানেন না। তাই কমিশনে অংশ নেওয়ারও কোনও প্রশ্ন ওঠে না।
ফারুক আবদুল্লার অভিযোগ, জম্মু ও কাশ্মীরে হিন্দুদের আধিপত্য কায়েম করতে চায় বিজেপি। তাই মুসলিমদের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। আমাদের আলাদা করতে চাইছে। ধর্মীয় কারণেই জম্মু ও কাশ্মীরকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়েছে। তবে বিজেপির এই উদ্দেশ্য কোনওদিন সফল হবে না।


