ফের পিছোল বিজেপির রথযাত্রা কর্মসূচি
কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্যে ব্যস্ত থাকবেন অমিত শাহ। তাই পিছিয়ে দেওয়া হল প্রথম দিনের কর্মসূচি। ৫ ডিসেম্বরের পরিবর্তে দিন বদলে করা হল ১৪ ডিসেম্বর। তবে পরবর্তী দু’দিন অর্থাৎ ৭ ডিসেম্বর ও ৯ ডিসেম্বরের কর্মসূচিতে কোনও বদল ঘটানো হয়নি। এই দু’দিন নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থান থেকেই হবে রথযাত্রা।
বিজেপি সূত্রে খবর, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য বারবার তারিখ বদল করা হচ্ছে। রাজস্থানে ভোট ৭ ডিসেম্বর। সেই কারণেই ৫ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে রথযাত্রা শুরু করতে পারবেন না। অমিত শাহ তখন রাজস্থান ও তেলেঙ্গানায় ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন। তাই পিছিয়ে দেওয়া হল প্রথম দিনের কর্মসূচিকে। ৫ ডিসেম্বরের জায়গায় ওই রথযাত্রা ১৪ ডিসেম্বর হবে। এর ফলে ওই দিন রথযাত্রার পূর্ব নির্ধারিত রুট ম্যাপও কিছুটা পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
তবে ৭ ও ৯ ডিসেম্বরের কর্মসূচিতে কোনও বদল ঘটানো হচ্ছে না। এই দু’দিন নির্ধারিত সূচি অনুযায়ী, যথাক্রমে কোচবিহার ও কাকদ্বীপ থেকে ছাড়বে দুটি রথ। এই রদবদলের ফলে বিজেপির রথযাত্রা কর্মসূচি শুরুর দিন ও স্থান ধার্য হল ৭ ডিসেম্বর, কোচবিহার। ওইদিন কোচবিহার থেকেই রথযাত্রার শুভসূচনা করবেন অমিত শাহ। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সহ একাধিক কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও বিজেপি শাসিত অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।