Wednesday, June 26, 2024
দেশ

অরুণাচল বিধানসভায় বিরাট জয় গেরুয়া শিবিরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। তার আগে রবিবার বিজেপির জন্য বিরাট বড় সুখবর। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেল গেরুয়া শিবির। ৬০ সদস্যের বিধানসভায় ৪৬টি আসন জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ শিবির।

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, অরুণাচলে ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে বিজেপি। ম্যজিক ফিগার হল ৩১। যার ফলে অরুণাচল প্রদেশে সরকার গঠনের পথে বিজেপি।

অরুণাচল প্রদেশে মোট বিধানসভা আসন ৬০ টি। তবে এবার ৫০টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ১০টি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। জিতে গিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেন। ৫০টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৩৬টি আসন বিজেপির দখলে। বিজয় নিশ্চিত হতেই উৎসবে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এর আগে ২০১৯ সালের অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ৪১টি আসনে জিতেছিল বিজেপি। জনতা দল (ইউনাইটেড) জিতেছিল ৭টি আসন। ৫টি আসন জিতেছিল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। কংগ্রেস ৪টি আসন, পিপলস পার্টি অফ অরুণাচল প্রদেশ পেয়েছিল ১টি আসন। ২টি আসন জিতেছিল নির্দল প্রার্থীরা।