Tuesday, March 25, 2025
রাজ্য​

দুর্গাপুজোয় জনসংযোগ বাড়ানোর নির্দেশ মোদীর, তৃতীয়ায় কলকাতায় আসছেন অমিত শাহ

কলকাতা: দুর্গাপুজোয় জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে একাধিক কর্মসূচির উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী ১লা অক্টোবর অর্থাৎ তৃতীয়ার দিন কলকাতার ৩ থেকে ৪টি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে আসবেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডাও।

জানা গেছে, দুর্গাপুজোকে সামনে রেখে বাংলায় জনসংযোগ বাড়াতে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। তাঁর নির্দেশ মেনেই একাধিক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি। এগুলির মধ্যে অন্যতম হল- মহিলা মোর্চার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি, বিজেপিতে যোগদানকারী শিল্পী সংগঠনের, শারদ সম্মান দেওয়া ইত্যাদি ইত্যাদি।

দিল্লির হাইকম্যান্ডের নির্দেশ, রাজ্যের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান রয়েছে তাতে যেন বেশি করে যোগ দেন বিজেপি সাংসদ, বিধায়ক, নেতা-কর্মীরা। বিশেষ করে বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর সময় যাতে জনতার ভিড়ে মিশে নিবিড় জনসংযোগ গড়ে তোলা যায় সেজন্য বঙ্গ বিজেপি নেতাকর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সফরকালে জেপি নাড্ডা বাংলায় গেরুয়া শিবিরের হালহকিকত জানবেন এবং রাজ্যের বুথস্তরের রাজনীতির খবরও নেবেন। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা বলেন, বাংলা নিয়ে আমাদের নেতৃত্বের বড় পরিকল্পনা রয়েছে। ২০১৯ লোকসভা ভোটে আমাদের বিস্ময়কর ফল এবং সদস্যপদ সংগ্রহ অভিযানে রাজ্যে আমরা ৮০ লাখ সদস্য করতে পেরেছি। দলের অন্যতম টার্গেট হল বাংলা। ২০২১ বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্যে দলের সংগঠনের খোঁজখবর নেবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা।