Thursday, September 19, 2024
রাজ্য​

৫ রাজ্যের ভোট মিটলেই প্রার্থী ঘোষণা, লোকসভায় প্রস্তুতি তুঙ্গে বঙ্গ বিজেপির

কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটলেই আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্য নিয়েই ঝাঁপাবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে বিজেপি রাজ্যে দ্বিতীয় দল হিসেবে উঠে এসেছে। গেরুয়া শিবিরের প্রধান লক্ষ্য বাংলায় বেশি সংখ্যক আসন দখল করা। সেই লক্ষে বঙ্গ বিজপি ইতিমধ্যেই নানারকম কর্মসূচি শুরু করেছে। সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই অর্থাত্‍ জানুয়ারি মাসের মধ্যেই লোকসভা নির্বাচনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে ফেলতে চায় বঙ্গ বিজেপি।

ডিসেম্বরের শুরুতেই রথযাত্রা কর্মসূচিতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় আসছেন। তখন প্রার্থী তালিকার বিষয়টি নিয়ে রাহুল সিনহা, দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সঙ্গে প্রাথমিক আলোচনা করতে পারেন বিজেপি সভাপতি। এরপর জানুয়ারির মাঝামাঝি রথযাত্রা কর্মসূচি শেষ হলেই দিল্লিতে প্রার্থীদের নাম নিয়ে বৈঠক হতে পারে দলীয় সূত্রে খবর।

আগামী ১২ ও ২০ নভেম্বর ছত্তিশগড়, ২৮ নভেম্বর মধ্যপ্রদেশ ও মিজোরাম এবং ৭ ডিসেম্বর রাজস্থান ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশ হবে ১১ ডিসেম্বর। এদিকে বঙ্গ বিজেপির বিজেপির রথযাত্রা কর্মসূচি থাকছে ৫ ডিসেম্বর তারাপীঠে, ৭ ডিসেম্বর কোচবিহার ও ৯ডিসেম্বর গঙ্গাসাগরে। এই রথযাত্রা কর্মসূচির শেষ হওয়ার পরেই আসন্ন লোকসভা ভোটে রাজ্যে দলের সম্ভাব্য প্রার্থী কাদের করা যেতে পারে তা নিয়ে একাধিক বৈঠক হবে। এবং জানুয়ারির মধ্যেই বঙ্গ বিজেপির তরফে দেওয়া সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করতে চায় দিল্লি।

প্রসঙ্গত, মুকুল রায়কে এই মুহূর্তে বঙ্গ বিজেপি অন্যতম প্রাণভোমরা হিসাবে বিবেচনা করা হচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, মুকুল রায় আসার পর রাজ্যে দলের বৃদ্ধি দ্রুতহারে হচ্ছে। এই ধারা ধরে রাখতে পারলে, রাজ্যে গেরুয়া শিবির খুব শীঘ্রই জয়ের জায়গায় পৌঁছতে পারবেন বলে আশা করা হচ্ছে।