Monday, March 24, 2025
রাজ্য​

পুলিশের লাঠিতে মাথা ফাটলো অর্জুন সিংয়ের! রণক্ষেত্র জগদ্দল

ব্যারাকপুর: তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিগর্ভ জগদ্দল। বিজেপির অভিযোগ, তাঁদের তিনটি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল। এরপরেই গণ্ডগোল সূত্রপাত। এলাকায় অর্জুন সিং গেলে পুলিশের সামনে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মী-সমর্থকরা অবরোধ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

অবরোধ দেখানো হয় জগদ্দলের সার্কাস মোড়ে, সেখানে পৌছায় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ অবরোধ তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ ও RAF। পালটা ইটবৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে। এরই মধ্যে পড়ে মাথায় আঘাত পান বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অর্জুন সিংয়ের দাবি, তাঁর মাথায় দশ থেকে বারোটি সেলাই পড়েছে। আঘাত গুরুতর হওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে অর্জুন তাঁকে ই এম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মাথার ভিতরে কোনও ধরনের আঘাত লেগেছে কি না, তা জানতে সিটি স্ক্যান- সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

অর্জুন সিংয়ের দাবি, ইটের আঘাতে নয়, পুলিশের লাঠির আঘাতেই তাঁর মাথা ফেটেছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। অর্জুন সিংয়ের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ অর্জুন সিংয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করলেও, তা পারেনি বলে জানা গেছে। অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশের মদতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নতুন করে এলাকায় অশান্তি ছড়ানোর করার চেষ্টা করছে।

জানা গেছে, ব্যারাকপুরের ডিসি অজয় ঠাকুরের সামনেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। অথচ পুলিশ সংবাদকর্মীদের বাঁধা দিতেই ব্যস্ত ছিল এখানে। RAF এর পোশাক পরা পুলিশকর্মীরা অজয় ঠাকুরের সামনেই বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের ছবি তুলতে বাঁধা দেন। এমনকি অজয় ঠাকুরকে এক সংবাদকর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেও দেখা যায়।