Wednesday, November 19, 2025
কলকাতা

বিজেপি হিন্দু ভোট নেবে, AIMIM মুসলিম ভোট, আর আমি কি কাঁচাকলা খাব? মমতা

জলপাইগুড়ি: ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় প্রার্থী দিচ্ছে আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম (AIMIM)। মিম যদি পশ্চিমবঙ্গে প্রার্থী দেয় তাহলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা পড়বে। অন্যদিকে, বিজেপির ঝুলিতে হিন্দু ভোট যাবে। এতে লোকসান হবে তৃণমূলের। সে কথা মঙ্গলবার নিজের মুখে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এ দিন বিজেপি-মিম যোগসাজশ কথা বললেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বিজেপির (BJP) টাকায় ভোটে লড়ে মিম। আর ভোটভাগের সুবিধা নেয় দু’দলই। বাংলায় মিমের প্রার্থী দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু ভোট ভাগাভাগি করার জন্য একটা দলকে ডেকে নিয়ে এসেছে। এখানে ওরা কয়েকটাকে জোগাড় করেছে। বিজেপি ওদের টাকা দেয়। দেখেছেন না বিহারে ওরা কি করেছে? অন্যান্য নির্বাচনেও এটা করেছে ওরা।

মুখ্যমন্ত্রী বলেন, হায়দরাবাদের দলটা হিন্দু এলাকায় গিয়ে বিজেপিকে খুব উল্টো পাল্টা বলবে। যাতে হিন্দুদের ভোট বিজেপি পায়। আবার মুসলমানদের কাছে গিয়ে বিজেপিকে নিয়ে উল্টো পাল্টা আর খুব ভালো ভালো কথা বলবে। এতে মুসলমানদের ভোটটাও ওরা পাবে। অর্থাৎ, বিজেপি হিন্দুদের ভোট নেবে, আর মিম মুসলমানদের ভোট নেবে। আর আমরা কি কলা খাব? ওরা রাজনীতি করছে? এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় শক্ত ঘাটি গাড়ছে মিম। বিহারে সাফল্যের পর এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।