Sunday, June 22, 2025
Latestদেশ

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি-শিবসেনা সমঝোতা, ২ দিনের মধ্যেই শপথ গ্রহণ

মুম্বাই: গত ২১ অক্টোবর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ১০ দিন কেটে গেলেও মহারাষ্ট্রের সরকার গঠনের কোনও লক্ষণ নেই। সোমবার দিল্লিতে যান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কথা বলেন বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে। বিজেপি সূত্রে খবর, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি-শিবসেনা সমঝোতা করেছে। শোনা যাচ্ছে আগামী ২ দিনের মধ্যেই শপথ গ্রহণ। সূত্রের খবর, শিবসেনাকে উপমুখ্যমন্ত্রী পদ দিতে রাজি হয়েছে বিজেপি।

শিবসেনা, কংগ্রেস, এনসিপি ও অন্যান্যদের সঙ্গে জোট হলে আসন সংখ্যা হবে ১৭০। এক্ষেত্রে শিবসেনা মুখ্যমন্ত্রীত্বের পদ পাবে ও সরকার পরিচালনা করবে। তবে, তিনটি দলের আদর্শ পৃথক। অন্যদিকে, বিজেপির হাতে রয়েছে ১০৫ বিধায়ক। সরকার গড়তে প্রয়োজন আরও ৪০ বিধায়কের সমর্থন।

দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, আমি আত্মবিশ্বাসী, মহারাষ্ট্রে খুব শীঘ্রই নতুন সরকার গঠন করা হবে। বিজেপির থেকে কেউ  মুখ্যমন্ত্রী হবেন নাকি উদ্ধব ঠাকরের দল শিবসেনার ৫০-৫০ ফর্মুলা মেনে নেওয়া হবে – আড়াই বছর মুখ্যমন্ত্রী রাখতে হবে সেনা শিবির থেকে। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এই জট না কাটলেও, দেবেন্দ্র ফড়ণবিশ আশাপ্রকাশ করেছেন, শীঘ্রই সরকার গঠন করা সম্ভব হবে।


প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ১০৫ আসন পেয়েছে বিজেপি। শরিক শিবসেনা পেয়েছে ৫৬ আসন। সরকার গঠনের জন্য প্রযোজন ১৪৫ আসন। এহেন পরিস্থিতিতে শিবসেনা বেঁকে বসায় রীতিমতো সমস্যায় বিজেপি।