ছাত্রীদের স্কুটার; বেকারদের ১০ লাখ চাকরি, মধ্যপ্রদেশে প্রতিশ্রুতি বিজেপির
ভোপাল: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের দশ দিন আগে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে সঙ্গে নিয়ে দলের ইস্তেহার প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে বিজেপি একে ইস্তেহার বলতে রাজি নয়। বরং এটিকে বলা হচ্ছে ‘দৃষ্টিপত্র’। দৃষ্টিপত্রে বলা হয়েছে প্রথম শ্রেণি থেকে পিএইচডি প্রর্যন্ত শিক্ষায় কোনও খরচ লাগবে না। রাজ্যে কন্যা সন্তানদের জন্য বড়সড় সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই ইস্তেহারে।
ইস্তেহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে রাজ্যের যে সকল ছাত্রী উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশের বেশি নম্বর পাবেন তাদের বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। এখানেই শেষ নয়, রাজ্যের বেকারদের জন্যও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্ষমতায় এলে দেওয়া হবে ১০ লাখ চাকরি। রাজ্যে বাড়ানো হবে ইঞ্জিনিয়ারিংয়ের আসন।
Madhya Pradesh: BJP releases manifesto for upcoming #AssemblyElection2018 . pic.twitter.com/VLcdygMSmb
— All India Radio News (@airnewsalerts) 17 November 2018
শিবরাজ সিং চৌহান বলেন, রাজ্যে প্রতি বছর ১০ লাখ চাকরি দেওয়া হবে। সরকার এমনভাবে অগ্রসর হচ্ছে যাতে রাজ্যের গরিব মানুষ সরকারি প্রকল্পের সুবিধে পাবেন। বিশেষ করে কৃষক ও পিছিয়ে পড়া মানুষের ওপরে জোর দেওয়া হবে।
জেটলি বলেন, বিজেপি ক্ষমতায় এসে মধ্যপ্রদেশের রাজনীতির গতিপ্রকৃতি বদলে দিয়েছে। এখন রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের প্রধান কাজ। বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, আমরা ক্ষমতায় এলে নর্মদা এক্সপ্রেসওয়ে এবং চম্বা এক্সপ্রেসওয়ে নির্মাণ করব। শিবরাজ সিং চৌহান বলেন, গোয়ালিয়র ও জব্বলপুরে মেট্রো তৈরি হবে। তাছাড়া রাজ্যে তৈরি হবে একটি স্মার্ট সিটি। উল্লেখ্য, মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০ টি আসনে ভোট হবে আগামী ২৮ নভেম্বর। ফল প্রকাশিত হবে ১১ ডিসেম্বর।