দেশবাসীর কাছে কংগ্রেসের ‘স্বরূপ’ তুলে ধরতে শর্ট ফ্লিম প্রকাশ করল বিজেপি
নয়াদিল্লি: দেশবাসীর কাছে কংগ্রেসের ‘স্বরূপ’ তুলে ধরার জন্য ৯ মিনিট ৫৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করল বিজেপি। ৩৭০ ধারা বাতিল করে কংগ্রেসের করা যে ঐতিহাসিক ভুলের সংশোধন করা হয়েছে ভিডিওটিতে সেটাই প্রচার করবে বিজেপি। ভিডিওতে বার্তা থাকছে, কাশ্মীরে ৩৭০ ধারার প্রবর্তন ছিল ঐতিহাসিক ভুল, যা সংশোধন করে অগণিত মানুষের স্বপ্ন পূরণ করেছে বিজেপি।
গত বুধবার বিজেপি সদর দপ্তরে ওই ভিডিও প্রকাশ করেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। বিজেপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সেই ভিডিও ব্যাপকহারে প্রচার করা হবে বলে জানা গেছে।
ভিডিওটি শুরু হয় স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার অংশ দিয়ে। যেখানে মোদী বলেছেন, ৩৭০ ধারা, ৩৫এ যদি এতই গুরুত্বপূর্ণ, তা হলে ৭০ বছর ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও আপনারা তা স্থায়ী করেননি কেন? এর অর্থ, আপনারাও জানতেন, যা করা হয়েছে, তা ঠিক হয়নি। কিন্তু তা সংশোধনের সাহস আপনাদের ছিল না।
एक ऐतिहासिक भूल की वजह से 70 साल तक जम्मू-कश्मीर की धरा रक्तिम होती रही।
लाखों नागरिक अपने अधिकारों से वंचित रहे, बच्चों को पत्थर थमाए जाते रहे।
मोदी सरकार के दृ़ढ़ निश्चय से अब भारत में दो विधान, दो प्रधान और दो निशान का प्रावधान हमेशा के लिए खत्म हो चुका है।
एक लघु फिल्म। pic.twitter.com/2KTqZpUF7L
— BJP (@BJP4India) September 4, 2019
তবে নরেন্দ্র মোদীর ভাষণের ওই অংশে কোথাও কংগ্রেসের নাম উচ্চারণ করা হয়নি। ভিডিওতে স্থান পেয়েছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম।দেখানো হয়েছে তাঁদের বক্তৃতার অংশও।