Thursday, December 12, 2024
রাজ্য​

পবিত্রযাত্রা নয় এটা হবে তৃণমূলের শ্মশানযাত্রা! হুঁশিয়ারি রাহুল সিনহার

কলকাতা: বিজেপির রথযাত্রা নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের লোকসভা নির্বাচনকে সামনে এদিন নেতাজি ইন্ডোরে কর্মীসভায় মুখ্যমন্ত্রী বলেন, ওটা রাবণযাত্রা। অশুভ। রাবণযাত্রার ঠিক পরের দিনই জায়গাটা শুদ্ধ করতে একই পথে তৃণমূলের কর্মীরা পবিত্রযাত্রা, একতাযাত্রা ও শান্তিযাত্রা করবে। বিজেপি হটাও, দেশ বাঁচাও। এই যাত্রায় দলের পতাকা থাকবে।

জবাবে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের পবিত্রযাত্রা নয় সেটা হবে শ্মশান যাত্রা। এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি তৈরি করব। তৃণমূলনেত্রীকে রাহুল সিনহার হুঁশিয়ারি, আগে রাজ্যকে বাঁচান, তারপর ভিন রাজ্যে প্রার্থী দেবেন। পাশাপাশি সিবিআইয়ের রাজ্যে প্রবেশে সরকারের না প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন বলেছেন সিবিআইকে আটকানো এত সহজ নয়। ফলে ক্রমশই গরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি।

এদিকে বিজেপির রথযাত্রা নিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, নেত্রী উদার, আমি নই। রথের চাকা বসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তার পর ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, রথের চাকার সামনে বাধা হয়ে দাঁড়ালে পিষে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভায় বাজিমাত করতে বাংলা জয়ে রথযাত্রা কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া শিবির। তবে বিজেপির রথযাত্রাকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির রথযাত্রার পাল্টা পবিত্রযাত্রা, একতাযাত্রা ও শান্তিযাত্রা আয়োজন করবে তৃণমূল কংগ্রেস। বিজেপির পথেই পবিত্রযাত্রা হবে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।