Friday, June 20, 2025
Latestরাজ্য​

নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতায় বিজেপির অভিনন্দন যাত্রায় জনজোয়ার

কলকাতা: সোমবার কলকাতায় নাগরিকত্ব আইন সংশোধনের আইন পাস হওয়ার খুশিতে দেশবাসীকে ধন্যবাদ জানাতে বঙ্গ বিজেপি আয়োজন করে ‘অভিনন্দন যাত্রা’। এদিন সুবোধ মল্লিক স্কয়ার থেকে আজ দুপুরে এই অভিনন্দন যাত্রা শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে শ্যামবাজারে শেষ হয়।

এই যাত্রায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। আরও যোগ দেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী প্রমুখ।

এদিনের অভিনন্দন যাত্রায় শুরু তো রয়েছে, তবে যেন শেষ নেই। অবিরাম চলছে তো চলছেই। স্মরণকালের মধ্যে কলকাতায় বিজেপির এত বড় মিছিল এই প্রথম।


বিজেপি নেতারা বলেন, ভারতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি—সবাই একসঙ্গে আছেন এবং থাকবেন। কেবল বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন তৈরি করা হয়েছে। এই আইনের কারণে কোনও ভারতীয় মুসলিমকে ভারত ছাড়তে হবে না।

বিজেপির এদিনের অভিনন্দন যাত্রায় এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। অভিনন্দন যাত্রায় স্লোগানে নাগরিকত্ব আইনের সমর্থনে জোরালো স্লোগানের পাশাপাশি, রাম মন্দিরের নামেও স্লোগান ওঠে।