আগামী ৫ বছরে কৃষিতে ২৫ লাখ কোটি খরচ করা হবে: বিজেপি ইস্তেহার
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু বৃহস্পতিবার। আজ ইস্তেহার প্রকাশ করল বিজেপি। সোমবার ইস্তেহার অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি অমিত শাহসহ দলের অন্যান্য নেতারা। নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এই ইস্তেহারকে ‘সংকল্প পত্র’ বলছে বিজেপি।
ইস্তেহারে ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিল বিজেপি। ইস্তেহারে কৃষি উত্পাদনের ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছে বিজেপি।
প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হবে। কৃষি ও গ্রামীণ উত্পাদনে ২৫ লক্ষ কোটি টাকা খরচ হবে। একই সঙ্গে কৃষকদের বিনামূল্যে কিষাণ ক্রেডিট কার্ড ও প্রধানমন্ত্রী কিষাণ স্মান নিধি আরও বেশ কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে।
এর আগে গতকাল রবিবার বিজেপি নির্বাচনী স্লোগান আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে। সেখানে বলা হয়, ফির একবার মোদী সরকার। একই সঙ্গে নিজেদের সরকারকে কাজের সরকারও বলা হচ্ছে। পাশাপাশি বলছে বিজেপির সরকার সৎ সরকার। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, দেশকে খন্ডিত করার মানসিকতা নিয়ে এই ইস্তেহার প্রকাশ করা হয়নি।