Tuesday, March 25, 2025
রাজ্য​

লোকসভা ভোটে ৩৪ থেকে কমে ২২, এবার বিধানসভায় ২১১ থেকে ৩০-এ নামবে: মুকুল রায়

কলকাতা: লোকসভা ভোটে বাংলায় ৪২-এ ৪২ পাবে তৃণমূল, এমন গো–‌হারা হারবে যে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। মোদীকে এভাবেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। তবে বাংলায় ৪২-এ ৪২ হয়নি। বরং ৩৪ থেকে কমে তৃণমূলে আসল সংখ্যা দাঁড়ায় ২২-এ। আর এবার ২০২১ বিধানসভা ভোটে ২১১ থেকে তৃণমূলকে ৩০-এ নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতা মুকুল রায়।

মুকুল রায় মমতাকে বার্তা দিলেন, ২০২১ বিধানসভা ভোটে ফিনিশ মমতা বন্দ্যপাধ্যায়। এমন গো–‌হারা হারবে যে বিরোধী দলেরও তকমা জুটবে না তৃণমূলের। মুকুল বলেন, গত লোকসভা নির্বাচনের নিরিখে আমরা ১২৯টি আসনে এগিয়ে রয়েছি। অন্যদিকে ৬০টি আসনে খুবই সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল ভোটে জয়ের ফলে ভাঙছে তৃণমূল, তাতে ওই আসনগুলিতেও বিজেপিকে এগিয়ে রাখা যায়। এর সঙ্গে আরও বেশ কিছু আসনে তাঁরা ভালো ফল করবে। সবমিলিয়ে তাঁরা ২০০টির বেশি আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

মুকুলবাবুর কথায়, বিজেপি ২০০টির বেশি আসন পেলে তৃণমূল ধপাস করে পড়বে। ২১১টি আসন থেকে একধাক্কায় তাঁদের আসন সংখ্যা নেমে আসবে ৩০-এরও নীচে। আর তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কেউ ভালো জানেন না। তাই এখন নির্বাচন করাতেই ভয় পাচ্ছেন তিনি। মমতা বুঝতে পেরে গিয়েছেন আর পালাবার রাস্তা নেই। তাই যতদিন জোরজলুম করে ছাপ্পা ভোট ও মারধর করে ক্ষমতায় থাকা যায়, তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, বিজেপি মিশন ২০২১ এর লক্ষ্যে বাংলার ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ২০০ টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এদিন দিল্লিতে সেভ বেঙ্গল ফোরামে রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বিজেপি কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। আমাদের প্রচুর কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু তার কোনও বিচার হচ্ছে না।