রাজ্য সরকারের ‘বাংলা’ নাম প্রত্যাখ্যান করল বিদেশমন্ত্রক, ক্ষুব্ধ মমতা
কলকাতা: পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। পরামর্শ দিয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দিতে ‘পশ্চিমবঙ্গ’ রাখা যেতে পারে। বাংলা নামের আপত্তি জানিয়ে বিদেশমন্ত্রক যুক্তি দিয়েছে, পড়শি বাংলাদেশের সঙ্গে রাজ্যের প্রস্তাবিত ‘বাংলা’ নামটি মিলে যাচ্ছে।
চলতি বছরের ২৬ জুলাই সর্বসম্মতভাবে পশ্চিমবঙ্গের নাম তিন ভাষাতেই (বাংলা, হিন্দি ও ইংরেজি) ‘বাংলা’ করার প্রস্তাব গৃহীত হয় রাজ্য বিধানসভায়। এরপর সেই প্রস্তাবসহ বিভিন্ন আনুষঙ্গিক কাগজপত্র পশ্চিমবঙ্গ সরকার পাঠিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি তোলে নামের সঙ্গে বাংলাদেশ কথার মিল থাকায়।
রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব ভারতের কেন্দ্রীয় সরকার প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এটা কেন্দ্রীয় বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এক চক্রান্ত। এটা মেনে নেবে না পশ্চিমবঙ্গ। এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে।
Recently, I have been noticing that almost every day BJP has been changing the names of historical places and institutions unilaterally to suit their own political vested interests. But, in respect of Bengal, the attitude is totally different. My FB post: https://t.co/TEnjjLkZB0
— Mamata Banerjee (@MamataOfficial) 14 November 2018
কেন্দ্রের মোদী সরকারের উপর তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে প্রায় প্রতিদিনই কোনও না কোনও ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক সংস্থার নাম বদল করছে বিজেপি। এটা তারা তাদের রাজনৈতিক স্বার্থে করছে।
বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, তিনি বাংলাদেশকে ভালোবাসেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে দুই দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেশভাগের পর কীভাবে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ গঠিত হয়, সেটাও মনে করিয়েছেন মমতা। মমতার প্রশ্ন, ভারতে পাঞ্জাব আছে, পাকিস্তানেও পাঞ্জাব আছে। কোনও সমস্যা হয়নি। তাহলে বাংলার ক্ষেত্রে কেন সমস্যা?