Monday, June 16, 2025
Latestদেশ

দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

মুম্বাই: শুক্রবার রাত পর্যন্ত সবাই একরকম নিশ্চিত ছিলেন যে, মহারাষ্ট্রে সরকার গড়ছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। কিন্তু রাজনীতির পাশা পাল্টে দিয়ে মহারাষ্ট্রে শেষপর্যন্ত শনিবার সকালে সরকার গড়ল বিজেপি-এনসিপি জোট। দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার।

এনসিপির সাথে জোট করে মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠনের পর নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নমো শুভেচ্ছা জানান।

টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশজি ও উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজিকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি যে তাঁরা একসঙ্গে ভালোভাবে কাজ করবেন। মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।


মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, বিজেপি মহারাষ্ট্রের জনগণকে একটি স্থিতিশীল সরকার দিতে চেয়েছিল। কিন্তু তাঁদের জোটসঙ্গী শিবসেনা জনগণের আদেশ মানেনি। এনসিপিকে সরকার গঠনে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই।