Monday, June 16, 2025
Latestরাজ্য​

উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

কলকাতা: রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল। করিমপুর কেন্দ্রে জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী হিসাবে মনোনীত করল গেরুয়া শিবির। বিজেপিকে রুখতে উপনির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট করে লড়বে। খড়গপুর সদর থেকে বিজেপির প্রার্থী হবেন প্রেম চন্দ্র ঝা এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দাড়াচ্ছেন কমল চন্দ্র সরকার।

করিমপুর কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী গোলাম রাব্বি এবং তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে লড়াই করবেন বিজেপির জয় প্রকাশ মজুমদার। খড়গপুর সদরে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল এবং তৃণমূলের প্রদীপ সরকারের বিরুদ্ধে লড়বেন বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা।

লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর বিভাগে তৃণমূলকে ছাপিয়ে যায় বিজেপি। লোকসভা ভোটের পর করিমপুর বিধানসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে। সংখ্যালঘু অধ্যুষিত করিমপুরে দলে দলে গেরুয়া শিবিরে যোগদান চিন্তা বাড়িয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূলের। তবে সম্প্রতি এনআরসি আতঙ্কে তৃণমূলের পালে হাওয়া লেগেছে। অন্যদিকে, খড়গপুর ও কালিয়াগঞ্জে অ্যাডভান্টেজ গেরুয়া শিবির।