Saturday, June 21, 2025
Latestদেশ

শীত অধিবেশনের প্রথম দিনেই এনআরসি চালুর দাবি জানালেন বিজেপি সাংসদ

নয়াদিল্লি: সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় এনআরসি প্রসঙ্গ তুললেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এদিন জিরো আওয়ারে নিশিকান্ত দুবে বলেন, বিজেপির ইস্তাহারে বলা আছে, তাঁরা দেশজুড়ে এনআরসি কার্যকর করবে।

পাশাপাশি, তাঁর নিজের রাজ্যে ঝাড়খণ্ডের একটি স্থানের উল্লেখ করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, সেখানে সংখ্যালঘুদের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। এঁদের মধ্যে অনেক অবৈধ অনুপ্রবেশকারী থাকতে পারেন। এনআরসি চালু করা হলে বোঝা যাবে– কে অনুপ্রবেশকারী, আর কে নয়।

কিছুদিনের মধ্যেই ঝাড়খণ্ড বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে পাঁচ দফায়। প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হবে ৩০ নভেম্বর। ৮১ জন বিধায়ক নির্বাচিত করেত ভোট দেবেন ২.২৬ কোটি ভোটার। ঝাড়খণ্ড বিধানসভার মোট ৮২টি আসনের মধ্যে ১ জন মনোনীত সদস্য। বিধানসভা ভোটের আগে বিজেপি সাংসদের এই দাবি রীতিমতো বেশ তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, ২০১৪ সালের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল ৪৩টি আসন। সম্প্রতি ৫ জন বিরোধী সদস্য তাদের দলে যোগ দেওয়ায় বিদায়ী বিধানসভায় তাঁদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪৮। মুখ্যমন্ত্রী রঘুবর দাস এক সাক্ষাৎকারে দাবি করেছেন, জনগণের বিজেপির উপর বিশ্বাস রয়েছে। আসন্ন নির্বাচনে বিজেপি ৮১টি আসনের মধ্যে ৬৫টি পাবে।