Tuesday, March 25, 2025
রাজ্য​

১৯ এ ১৯, একুশে আর তৃণমুল থাকবে না: লকেট

কলকাতা: আরো একবার দেখা গেল ৫৬ ইঞ্চির দম! বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি ভেজা দিল্লির বিজেপির সদর দফতরে তিনি যখন হাত নাড়াতে-নাড়াতে ঢুকলেন, তখন চারিদিকে আওয়াজ উঠল ‘মোদী, মোদী, মোদী স্লোগান।’ বুঝিয়ে দিল ভারতবর্ষের জনপ্রিয়তম ব্যক্তির তকমা এখন একজনকেই মানায়, নরেন্দ্র দামোদর দাস মোদী।

৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০’র বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬।

বিপুল ভোটে জয়ের পর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উনিশটি আসন জিতেছে বিজেপি, ২০২১ এ আর তৃণমূল থাকবে না।

উল্লেখ্য, হুগলিতে জয় পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিপুল ভোটের ব্যবধানে হারালেন তৃণমূলের রত্না দে নাগকে। বাংলায় এখন তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ৬৯,১০০ ভোটে এগিয়ে থাকা লকেট জিতে যান।