উন্নাও কাণ্ডে সরব, মালদহ ধর্ষণে নীরব কেন মমতা: লকেট
কলকাতা: শুক্রবার ১১টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে উন্নাওয়ের নির্যাতিতা সেই তরুণীর। তাঁর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত গোটা দেশ। উন্নাও কাণ্ডে নিয়ে দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো টুইটে বলেন, আক্ষেপ! নৃশংসতার কোনও সীমা থাকল না!
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উত্তরপ্রদেশের উন্নাওয়ের ঘটনার প্রতিবাদ করলেও নিজের রাজ্য মালদহের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ খুলছেন না সেই প্রশ্ন তুলেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে লকেট চট্টোপাধ্যায়ের প্রশ্ন, হায়দরাবাদ- উন্নাওয়ের মতোই একই ঘটনা মালদহে ঘটে গেল, তবে আপনি মালদহের ধর্ষণের ঘটনায় নীরব কেন?
উন্নাওয়ের ঘটনা সম্পর্কে তৃণমূল নেত্রী বলেন, সবাই তো জানত তাঁর কেস চলছে। সংবেদনশীল কেস। তার পরেও পুড়িয়ে মারার চেষ্টা। নির্যাতিতার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় এক কিলোমিটার ছুটে গিয়েছে। কিন্তু, কোনও সাহায্য পায়নি। এটা আমাকে দুঃখ দেয়। আইনকে আরও শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে মালদহের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দারা ধানতলার এক ফাঁকা মাঠে তরুণীর পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই নারকীয় এই ঘটনা ঘটেছে। তরুণীর ঊর্ধ্বাঙ্গ পুড়ে গিয়েছে। যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গণধর্ষণের শিকার ওই তরুণী। ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয় তাঁকে।