Tuesday, March 25, 2025
রাজ্য​

‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা

কলকাতা: বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে উত্তাল গোটা রাজ্যে রাজনীতি। ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় গ্রেফতার করা হয়েছে দশজনকে। নৈহাটির ধরনা মঞ্চ থেকে ‘জয় শ্রী রাম’ এর পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান তোলার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেউ ফোন করলে দলীয় কর্মীদের ‘জয় হিন্দ’ সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফেসবুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার সংস্কৃতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলায় রাম মোহন রায়, বিদ্যাসাগরের মত সমাজ সংস্কারক ছিলেন। মমতার দাবি, বাংলাকে টার্গেট করেছে বিজেপি, যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজ্যে।

মুখ্যমন্ত্রী লিখেছেন, আমার কোনও রাজনৈতিক দলের স্লোগান নিয়েই সমস্যা নেই। সব দলেরই নিজস্ব স্লোগান আছে। আমার দলের স্লোগান জয় হিন্দ, বন্দেমাতরম। বামফ্রন্টের আছে ‘ইনকিলাব জিন্দাবাদ’। অন্যদেরও এরকম অনেক স্লোগান আছে। প্রত্যেকের স্লোগানকেই সম্মান করি।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘জয় সিয়া রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায়- এসবের ধর্মীয় গুরুত্ব রয়েছে। সেই আবেগকে সম্মান করি। কিন্তু বিজেপি জয় শ্রী রাম স্লোগানের অপব্যবহার করছে। ধর্ম আর রাজনীতি গুলিয়ে ফেলছে’ তাঁর দাবি, আরএসএসের নাম এই রাজনীতি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলার মানুষের উপর। পাশাপাশি ধর্মের নামে এই ধরনের অশান্তিমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।