Monday, March 17, 2025
দেশ

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় বিজেপি বিধায়ক সহ মৃত ৫, শোক জ্ঞাপন মোদীর

দন্তেওয়াড়া: ছত্তিশগড়ের দন্তেওয়াড়া জেলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর গাড়ি বহরে হামলায় অন্তত ৫ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে নিহতের মধ্যে বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীও আছেন। হামলার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের মৃত্যু নিশ্চিত হয়েছে। নির্বাচনী প্রচারের সময় বিধায়কের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, মাওবাদীদের হামলায় যাদের প্রাণ গেছে তাঁদের আত্মার শান্তি কামনা করি। ভীমা মান্ডবী বিজেপির একজন দক্ষ কর্মী ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।

ঘটনাস্থলের ছবি দেখে মনে করা হচ্ছে, হামলার সময় বিস্ফোরণও ঘটিয়েছে মাওবাদীরা। হামলায় নিহতদের প্রায় সকলেই ভীমার দেহরক্ষী বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বর মাসে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হয়। তাতে বড় জয় পায় কংগ্রেস। তবু এই আসনে জয়ী হন ভীমা। কংগ্রেসের দেবতী কর্মাকে পরাজিত করেন তিনি।

সপ্তদশ লোকসভা নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটল। বিধানসভা নির্বাচনের আগেও হামলা হয়েছিল। এই এলাকাটি বস্তার কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে ১১ এপ্রিল ভোট। এ রাজ্যে ১১ তারিখ ছাড়াও ১৮ তারিখ ভোটে হবে।